বাংলাদেশ, ভারত, নেপাল ও ভুটানের মধ্যে কানেকটিভিটি প্রকল্পে এশীয় উন্নয়ন ব্যাংকের পর বিশ্বব্যাংকও এগিয়ে এসেছে। তারা প্রস্তুত করছে ৫ বছর মেয়াদী একটি কৌশল। যার মূল মনোযোগ থাকবে তিন দেশের সঙ্গে বাংলাদেশের সংযুক্তি বা কানেকটিভিটি। বিশ্বব্যাংকের তরফে বলা হয়েছে, এই কৌশলে খাদ্য ও পানির নিরাপত্তার বিষয়টি থাকছে। এছাড়াও বাংলাদেশ-সংশ্লিষ্ট আঞ্চলিক অবকাঠামো প্রকল্পগুলোতেও আগ্রহ প্রকাশ করেছে বিশ্বব্যাংক। গত মাসে ব্যাংকটির একটি মিশন ৫ বছর মেয়াদী পরিকল্পনা নিয়ে ঢাকার কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছে। চলতি অর্থবছর থেকে এই স্কিমের ৫ বছর শুরু হচ্ছে। তবে নিম্ন আয়ের দেশ থেকে মধ্য আয়ের দেশে উন্নীত হওয়ার পর বিশ্বব্যাংকের অর্থায়ন আগের তুলনায় বাংলাদেশকে বেশি সার্ভিস চার্জ দিতে হতে পারে। বিশ্বব্যাংক চাইছে বিদ্যুৎ, জ্বালানি, সড়ক ও বন্দর এবং নৌ ও রেল যোগাযোগ ব্যবস্থার অবকাঠামোগত উন্নয়ন। ভারত, ভুটান ও নেপালের সঙ্গে আঞ্চলিক বাণিজ্য সুবিধামূলক নানা প্রকল্পও রয়েছে বিশ্বব্যাংকের নতুন স্কিমে। বিশ্বব্যাংকের স্থানীয় কর্মকর্তারা বলছেন, ৫ বছর মেয়াদী পরিকল্পনায় মনোযোগ থাকবে বাংলাদেশ ডেল্টা প্ল্যান ২১০০-এর ওপর। এই পরিকল্পনার অন্যতম লক্ষ্য হলো খাদ্য ও পানির নিরাপত্তা অর্জন এবং দুর্যোগ মোকাবেলায় বাংলাদেশকে সহায়তা করা। গত ১৬ই জুন এ ব্যাপারে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
ঢাকা থেকে সংবাদদাতা মতিউর রহমান চৌধুরীর রিপোর্ট:
Your browser doesn’t support HTML5