শুক্রবার, ২৬ অগস্ট মাদার টেরেসার ১১৬-তম জন্মজয়ন্তী। সেই উপলক্ষ্যে একটি কলকাতার পার্ক স্ট্রিটে, অপরটি শহরের দক্ষিণ শহরতলী, বারুইপুরে মাদারের দুটি মূর্তির উদ্বোধন হতে চলেছে। মধ্য কলকাতার পার্ক স্ট্রিটের বিশপস হাউসে ৫ ফুট ২ ইঞ্চি দীর্ঘ ব্রোঞ্জের এই মূর্তিটির উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রি মমতা বন্দ্যোপাধ্যায়। বেশি বয়সে মাদার টেরেসারকে যেমন একটু সামনে ঝোঁকা ও কপালে বয়সোচিত কুঞ্চন দেখা যেত, ঠিক তেমনটি করেই গড়া হয়েছে এটি। ফাইবার গ্লাসে নির্মিত অন্য মূর্তিটিতে মাদার টেরেসার কোলে একটি শিশু। এটি স্থাপিত হয়েছে বারুইপুরের `ক্যাথেড্রাল অফ দ্য সেক্রেড হার্ট অফ মেরী অ্যান্ড ব্লেসেড টেরেসা`-য়। শহরে মাদার টেরেসার অন্যান্য মুর্তিগুলো রয়েছে পার্ক স্ট্রিট ও ক্যামাক স্ট্রিটের সংযোগস্থলে, সল্ট লেকে আর জাতীয় গ্রন্থাগারের সামনে। অন্য দিকে, ভারতীয় ডাক বিভাগ ৪ সেপ্টেম্বর মাদারের সেন্ট হওয়ার সম্মান প্রাপ্তি উপলক্ষ্যে বিশেষ একটি ডাকটিকিট প্রকাশ করতে চলেছে।
সে সম্পর্কে আমাদের কলকাতা সংবাদদাতা গৌতম গুপ্তের রিপোর্ট।
Your browser doesn’t support HTML5