বুধবার দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে ইসলামিক স্টেট দখলিত শহর মোসল অভিমুখে অগ্রসরমান বাহিনীর অভিযান ব্যাহত হয়। ওদিকে একটি সাহায্য সংস্থা – Norwegian Refugee Council-র কর্মকর্তা Wolfgang Gressman সতর্ক করে দিয়েছেন যে, সেখানে লড়াই জোরদার হয়ে উঠছে এবং জনসাধারণ দারুণ বিপদের মধ্যে রয়েছে। গ্রেসম্যান বলেন, ‘আমরা চরম বিপদের সম্মুখীন। ১২ লক্ষ মানুষের জীবন বিপন্ন এবং গোটা ইরাকের ভবিষ্যত অনিশ্চয়তার সম্মুখীন।’
ওই সংস্থা বলেছে, হাজার হাজার মানুষ শহরটি ছেড়ে পালিয়ে গেছে, এবং চোরাগোপ্তা গুলী ও বিস্ফোরণে অনেকেই নিহত হয়েছে।
যারা এখনও শহরে রয়েছে তাদের খাবারদাবার, পানি ও চিকিৎসা সরবরাহের প্রয়োজন। প্রচণ্ড লড়াইএর ফলে সেখানে যে কোন সরবরাহ ও মানবিক সাহায্য সামগ্রী পাঠানো কঠিন হয়ে পড়ছে।
একজন ইরাকী জেনারেল বলেছেন, মঙ্গলবার সেখানে বালুর ঝড় শুরু হওয়ার আগে, ইরাকী বাহিনী একটি টেলিভিশন কেন্দ্র পুনরদখল করেছে। বুধবার তারা শহরের পূর্বাঞ্চলে অবস্থান নিয়েছে।