সিরিয়ার উত্তরপূর্বাঞ্চলে শুক্রবার এক নাগাড়ে বোমা বর্ষণে ২২জন প্রাণ হারিয়েছেন বলে জানিয়েছে একটি পর্যবেক্ষণ দল। সর্ব সাম্প্রতিক এই সহিংসতার ঘটনাটি ঘটল এমন সময় যখন সিরিয়ায় নতুন করে কূটনৈতিক প্রয়াসে চিন্তাভাবনা করা হচ্ছে।
সিরিয়ান অবজারভেটরি ফর ইউম্যান রাইটস দলের তথ্য অনুসারে কূর্দী নিয়ন্ত্রিত হাসাকে প্রদেশের তেল তামের শহরে একটি স্বাস্থ্যসেবা কেন্দ্রে এবং সবজী বাজারে বোমা বিস্ফোরিত হয়।
ব্রিটিশ ভিত্তিক ঐ দলটি যাদের সিরিয়ার অভ্যন্তরে যোগাযোগ রয়েছে তারা জানিয়েছে যে বৃহস্পতিবার দিন শেষে ঐ আক্রমণে কয়েক ডজন মানুষ আহত হয়। নিহতের সংখ্যা আরও বাড়বে বলেই মনে করা হচ্ছে।