ইবোলা প্রতিরোধে প্রয়োজন আরও অনেক প্রশিক্ষিত স্বাস্থ্য কর্মী

বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান বলেন, পশ্চিম আফ্রিকায় ইবোলা সংক্রমণে যে ব্যপক ভাবে ছড়িয়ে পড়েছে তা প্রতিরোধে আরও অনেক প্রশিক্ষিত স্বাস্থ্য কর্মীর প্রয়োজন।

ডঃ মার্গারেট চ্যান জেনিভায়, শুক্রবা্র‌ একটি সংবাদ সম্মেলনে জানিয়েছেন যে ইবোলা মহামরীতে মৃতের সংখ্যা ২৪শ’র ওপরে পৌঁছেছে এবং এপর্যন্ত ৪ হাজার ৭৮৪ জন এই রোগে আক্রান্ত হয়েছে।

তিনি বলেন, ইবোলা বিস্তার রোধে নিরাপত্তামূলক গিয়ার অর্থাৎ অত্যাবশকিয় পরিধান, সরঞ্জাম ভ্রাম্যমান পরিক্ষাগার এবং গায়ে পরিধান করার ব্যাগ।

তিনি বললেন, “অর্থ এবং আনুষাঙ্গীক জিনিষপত্র খুবই প্রয়োজন তবে ইবোলা সংক্রমণ রোধ করার জন্য এগুলো যথেষ্ট নয়। এখনে মানুষের সাহায্য সবচাইতে বেশী গুরুত্বপূর্ণ এবং দরকার ।বিশেষ ভাবে দরকার আত্মনিবেদীত ডাক্তার এবং সেবিকার।"

বিশ্ব স্বাস্থ্য সংস্থার জানিয়েছে যে লাইবেরিয়াতে ইবোলা সংক্রমণে প্রায় ৮০ জন কর্মী প্রাণ হারিয়েছেন।