মুসলিম ব্রাদার হুডের ডাকে মিশরের হাজার হাজার মানুষ সাড়া দিয়ে রাস্তায় সমবেত হচ্ছেন


মুসলিম ব্রাদার হুড দলের ডাকে মিশরের হাজার হাজার মানুষ সাড়া দিয়ে কায়রোর রাস্তায় সমবেত হচ্ছেন। তাদের দাবী, মিশরের ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট মোহাম্মদ মোরসিকে পূণরায় বহাল করা হউক।


ব্রাদার হুড দলের শক্ত ঘাঁটি কায়রোর নাসর শহরে্র রাবিয়া আল আদাইউয়া মসজিদের বাইরে মিঃ মোরসির সমর্থকেরা শুক্রবার পুনরায় সমাবেত হয় এবং অন্যান্যরা কায়রো বিশ্ববিদ্যালয়ের কাছে মিছিল করে।


একজন সমর্থক বলেন “আমরা বেরিয়ে এসেছি যেটা বৈধ সেটা সমর্থন করার জন্যশুধু মাত্র প্রেসিডেন্ট মোরসির জন্য নয় বরং বৈধতাকে সমর্থন করে।”

মোরসী বিরোধী সক্রিয় কর্মীরা কায়রোর ঐতিহাসিক তাহরীর চত্বরে মিছিল করার পরিকল্পনা করছেন।

মিশরের সামরিক বাহিনী সতর্ক করেছে যেকোন ধরণের সহিংস ততপরতা তারা সহ্য করবে না। শুক্রবার রাজধানীর বিভিন্ন এলাকায় ট্যাঙ্ক এবং সেনা মোতায়েন করা হয়েছে।