তিন মাসের জন্য মাস্ক পরিধান বাধ্যতামূলক করার আওভান বাইডেনের 

ডেমোক্রেটিক দলের সম্ভব্য প্রেসিডেন্ট পদপ্রার্থী, জো বাইডেন যুক্তরাষ্ট্রে করোনা সংক্রমণে মৃত্যুর সংখ্যা কমাতে দেশব্যাপী তিন মাসে জন্য মাস্ক পরিধান, বাধ্যতামূলক করার আবেদন জানিয়েছেনI তিনি বলেন, এটা কোনো ডেমোক্র্যাটস, রিপাবলিকান বা স্বতন্ত্র দলীয় বিষয় নয়, প্রতিটি আমেরিকান জনগণ, যারা ঘরের বাইরে যাবেন, তাদের সকলকেই তিন মাসের জন্য অবশ্যই মাস্ক পরতে হবেI
এক ঘন্টা পরেই প্রেসিডেন্ট ট্রাম্প, জো বাইডেনের সমালোচনা করে বলেন, যে. তিনি মহামারীকে রাজনীতিকরণের চেষ্টা করছেনI তিনি জোর দিয়ে বলেন, যে বাধ্যতামূলক মাস্ক পরিধান অর্থনীতিকে পঙ্গু করে ফেলবেI
তবে জো বাইডেন বলেছেন, প্রতি রাজ্যের গভর্নরদের মাস্ক পরিধানকে বাধ্যতামূলক করা উচিত, কারণ বিশেষজ্ঞদের মতে আগামী তিন মাসে যা, ৪০,০০০ জীবন বাঁচাতে সক্ষম হবেI