তামিলনাড়ু রাজ্যের বন্যা মোকাবেলায় নরেন্দ্রো মোদীর ১,৯৪০ কোটি টাকার সাহায্য ঘোষণা

চেন্নাই তথা তামিলনাড়ু রাজ্যের বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে বৃহস্পতিবার বিমানে সব দেখে গেলেন প্রধানমন্ত্রি নরেন্দ্র মোদি। বিমানবন্দরে রাজ্যের মুখ্যমন্ত্রি জয়ললিতা ও রাজ্যপালের সঙ্গে বৈঠকের পর মোদি মোট ১,৯৪০ কোটি টাকার সাহায্য ঘোষণা করেন। এ দিন বিশেষ বৃষ্টি না হলেও বন্যার জল কিন্তু এখনও সে ভাবে নামতে শুরু করে নি। উপরন্তু কেরল ও দক্ষিণ অনধ্র প্রদেশে অতি বৃষ্টির হুঁশিয়ারি দিয়েছেন আবহবিদেরা। সেনাবাহিনীর অন্তত দু হাজার জওয়ান নামিয়েছে বন্যাত্রাণে। জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনির ২০টি টিম চেন্নাইতে কাজ করছে। উদ্ধার করা হয়েছে চার হাজার মানুষকে। দেশের স্বরাষ্ট্র মন্ত্রি রাজনাথ সিং এ দিন সংসদে বলেন, পরিস্থিতি উদ্বেগজনক। রেল ও সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়েই রয়েছে। চেন্নাই বিমানবন্দরে রবিবারের আগে বিমান নামতে পারবে বলে মনে হয় না। তার ওপর বিদ্যুত পরিষেবাও বন্ধ। মানুষ দিন কাটাচ্ছেন অবর্ণনীয় পরিস্থিতিতে। তাঁরা এখন প্রশ্ন তুলছেন, এমন বিপর্যয় আটকাতে সরকার আগাম কি ব্যবস্থা নিয়েছিল?

Your browser doesn’t support HTML5

তামিলনাড়ু রাজ্যের বন্যা মোকাবেলায় নরেন্দ্রো মোদীর ১,৯৪০ কোটি টাকার সাহায্য ঘোষণা