তৃণমূল সরকার ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তীব্র ভাষায় আক্রমণ করলেন মোদী

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ আবারও পশ্চিমবঙ্গে নির্বাচনী প্রচারে এসে তৃণমূল সরকার ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তীব্র ভাষায় আক্রমণ করেছেন। ভাঙা বাংলায় তিনি বলেছেন, "তৃণমূল কুল কুল ঠান্ডা ঠান্ডা বলে দিদি সবসময় দাবি করেন, কিন্তু তৃণমূল কুল নয়, তৃণমূল শূল, কাঁটা। এ রাজ্যের বাসিন্দারা তৃণমূলের কাঁটায় রক্তাক্ত হয়ে যাচ্ছেন।

Your browser doesn’t support HTML5

তৃণমূল সরকার ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তীব্র ভাষায় আক্রমণ করলেন মোদী

বক্তৃতায় কখনও হিন্দি কখনও বাংলায় মোদী বলেন, এবার সময় এসেছে পরিবর্তনের। আর একমাস পরেই সেই পরিবর্তন আসবে। প্রধানমন্ত্রী বলেন, "আমি বাংলাদেশে গিয়ে কালী মন্দিরে পুজো দিয়েছি, তাতেও দিদির গাত্রদাহ হয়েছে। আমি বলতে চাই, আমি শুধু সময় বুঝে ধর্মাচরণ করি না। আমার ধর্ম সবসময়ের।" মোদির দাবি, দিদির রক্তের খেলা এখন বন্ধ হবে। বিজেপি আসবে উন্নয়নের খেলা নিয়ে। শিক্ষা, শিল্প, ইত্যাদি নিয়ে, যার থেকে পশ্চিমবঙ্গবাসী এতদিন বঞ্চিত ছিলেন।

আজ রাজ্যের দু'টি জায়গায় জনসভা করেন প্রধানমন্ত্রী। এই সপ্তাহেই আরও দু'বার এ রাজ্যে তাঁর আসার কথা।