যুক্তরাষ্ট্রের প্রথম আফ্রিকান আমেরিকান প্রেসিডেন্ট, মার্টিন লুথার কিং জুনিয়রের ওয়াশিংটন মিছিলের ৫০ তম বার্ষিকী উদযাপনে, আমেরিকার নাগরিক অধিকার আন্দোলনের প্রবর্তকদের সঙ্গে যোগ দেন। ১৯৬৩ সালের ঐতিহাসিক ওই মিছিলে লিংকন মেমোরিয়ালে যোগ দিয়েছিলেন আড়াই লক্ষেরও বেশি মানুষ। তারা সম অধিকারের জন্য বিক্ষোভ করেন।
প্রেসিডেন্ট বারাক ওবামা বুধবার মূল ভাষণ দেন। ৫০ বছর আগে যে সোপানে দাড়িয়ে Rev. Martin Luther King Jr তার বিখ্যাত "I Have a Dream" ভাষণ দিয়েছিলেন, সেই একই স্থানে দাড়িয়ে প্রেসিডেন্ট ভাষণ দেন।
Mr. Obama, বিভিন্ন বর্ণের ও সম্প্রদায়ের হাজার হাজার American এর উদ্দেশ্যে বলেন “কিং লক্ষ লক্ষ মানুষের স্তব্ধ আশাকে শক্তিশালী কন্ঠ দিয়েছিলেন।” হাজার হাজার পদযাত্রী যাদের নাম ইতিহাসের পাতায় নেই, পরিবর্তন আনার লক্ষ্যে ঐকবদ্ধ হওয়ার জন্য তিনি তাদের প্রশংসা করেন।
তিনি বলেন, "যেহেতু তারা মিছিল করেন, নগর পরিষদে পরিবর্তন ঘটে, রাজ্য আইন সভায় পরিবর্তন আসে, এবং Congressএ পরিবর্তন আসে আর হ্যা শেষ পর্যন্ত White House এ পরিবর্তন আসে। যেহেতু তারা মিছিল করেন আমেরিকা আরও মুক্ত আরও ন্যয্য হয় শুধু আফ্রিকান আমেরিকানদের জন্য নয়, মহিলাদের জন্য, ল্যাটিনোদের জন্য, এশিয়ান ও আদিবাসী আমেরিকানদের জন্য, ক্যাথলিকদের জন্য, ইহুদী ও মুসলমানদের জন্য, সমকামী, আমেরিকান যারা বিকলাঙ্গ তাদের জন্য। আমেরিকা বদলেছে আপনার জন্য আমার জন্য। এবং সারা বিশ্ব ওই উদাহরণ থেকে শক্তি সঞ্চার করেছে।
সাবেক দুই প্রেসিডেন্ট জিমি কার্টার এবং বিল ক্লিন্টানও ওই অনুষ্ঠানে ভাষণ দেন।
মার্টিন লুথার কিং জুনিয়ার তাঁর I have a dream ভাষণে বর্ণগত ঐক্য ও ন্যায়বিচারের আহ্বান জানিয়েছিলেন। ইতিহাসবেত্তারা ওই ভাষণকে অন্যতম এক শ্রেষ্ঠ ভাষণ হিসেবে মনে করেন।
প্রেসিডেন্ট বারাক ওবামা বুধবার মূল ভাষণ দেন। ৫০ বছর আগে যে সোপানে দাড়িয়ে Rev. Martin Luther King Jr তার বিখ্যাত "I Have a Dream" ভাষণ দিয়েছিলেন, সেই একই স্থানে দাড়িয়ে প্রেসিডেন্ট ভাষণ দেন।
Mr. Obama, বিভিন্ন বর্ণের ও সম্প্রদায়ের হাজার হাজার American এর উদ্দেশ্যে বলেন “কিং লক্ষ লক্ষ মানুষের স্তব্ধ আশাকে শক্তিশালী কন্ঠ দিয়েছিলেন।” হাজার হাজার পদযাত্রী যাদের নাম ইতিহাসের পাতায় নেই, পরিবর্তন আনার লক্ষ্যে ঐকবদ্ধ হওয়ার জন্য তিনি তাদের প্রশংসা করেন।
তিনি বলেন, "যেহেতু তারা মিছিল করেন, নগর পরিষদে পরিবর্তন ঘটে, রাজ্য আইন সভায় পরিবর্তন আসে, এবং Congressএ পরিবর্তন আসে আর হ্যা শেষ পর্যন্ত White House এ পরিবর্তন আসে। যেহেতু তারা মিছিল করেন আমেরিকা আরও মুক্ত আরও ন্যয্য হয় শুধু আফ্রিকান আমেরিকানদের জন্য নয়, মহিলাদের জন্য, ল্যাটিনোদের জন্য, এশিয়ান ও আদিবাসী আমেরিকানদের জন্য, ক্যাথলিকদের জন্য, ইহুদী ও মুসলমানদের জন্য, সমকামী, আমেরিকান যারা বিকলাঙ্গ তাদের জন্য। আমেরিকা বদলেছে আপনার জন্য আমার জন্য। এবং সারা বিশ্ব ওই উদাহরণ থেকে শক্তি সঞ্চার করেছে।
সাবেক দুই প্রেসিডেন্ট জিমি কার্টার এবং বিল ক্লিন্টানও ওই অনুষ্ঠানে ভাষণ দেন।
মার্টিন লুথার কিং জুনিয়ার তাঁর I have a dream ভাষণে বর্ণগত ঐক্য ও ন্যায়বিচারের আহ্বান জানিয়েছিলেন। ইতিহাসবেত্তারা ওই ভাষণকে অন্যতম এক শ্রেষ্ঠ ভাষণ হিসেবে মনে করেন।