মিয়ানমারে গ্রেফতারকৃত রয়টার সাংবাদিকদের স্বপক্ষে রায় ঘোষণা

মিয়ানমারের উচ্চ আদালত এই মর্মে রায় দিয়েছে যে, রয়টারের গ্রেফতারকৃত দুই সাংবাদিক তাদের অভিযোগের বিরুদ্ধে এখন আপিল করতে পারবেন I মিয়ানমারে সেপ্টেম্বর মাসে রয়টার বার্তা সংস্থার দুজন সাংবাদিককে যে কথিত গোপন তথ্য পাচারের অভিযোগে গ্রেফতার করা হয়, তা গণতন্ত্রয়নের পথে মিয়ানমারের ভূমিকা এবং দেশে মানবাধিকার প্রশ্নে নানাবিধ উদ্বেগের সৃষ্টি করেছে I এই দুই সাংবাদিক স্থানীয় প্রতিরক্ষা বাহিনী ও স্থানীয় বৌদ্ধদের দ্বারা সংগঠিত ১০জন মুসলমান পুরুষ ও ছেলেদের হত্যাকাণ্ডের সংবাদ সংগ্রহে সেখানে গিয়েছিলেন I সরকারি কর্তৃপক্ষ তখনি তাদের গ্রেফতার করে I

এই হত্যাকান্ড ছিল ২০১৭ সালে শুরু হওয়া রোহিঙ্গা মুসলমান জনগোষ্ঠীর বিরুদ্ধে বৃহত্তর দমন অভিযানের অংশ বিশেষ, যে নৃশংসতার কারণে ৭ লক্ষ রোহিঙ্গা মুসলমান জনগোষ্ঠী পার্শ্ববর্তী দেশ,বাংলাদেশে আশ্রয় নিতে বাধ্য হন I