বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ সংখ্যালঘুদের অত্যাচার নির্যাতনসহ মানবাধিকার লংঘনের ঘটনায় তীব্র উদ্বেগ প্রকাশ করেছে। সংখ্যালঘুদের এই সংগঠনটির নেতৃবৃন্দ শুক্রবার এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন, গত মাত্র তিন মাস অর্থাৎ জানুয়ারী থেকে মার্চ পর্যন্ত সময়ে সংখ্যালঘুদের ১০ জনকে হত্যা, ৩৬৬ জনকে আহত, ১০ জনকে অপহরণ এবং ৬৫৫টি ধর্মীয় স্থাপনা ক্ষতিগ্রস্ত করা হয়েছে। ধর্মীয় ইস্যু, নির্বাচন সংশ্লিষ্ট বিষয়াদি, জমি দখলসহ কিছু কারণে এসব ঘটনাগুলো ঘটেছে বলে ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রানা দাশগুপ্ত জানিয়েছেন। অ্যাডভোকেট রানা দাশগুপ্ত বলেন, তুলনামূলক হিসেবে সংখ্যালঘুদের মানবাধিকার লংঘনের ঘটনা বিগত বছরগুলোর তুলনায় অনেক বেড়েছে। নির্বাচনকেন্দ্রীক কারণে সংখ্যালঘুদের উপরে আক্রমণ ব্যাপকভাবে বেড়েছে বলেও তিনি উল্লেখ করেন।...ঢাকা থেকে আমীর খসরু
Your browser doesn’t support HTML5