এশিয়ার দ্বিতীয় বৃহত্তম কয়লা গহ্বর থেকে কয়লা উত্তোলনের অনুমতি পেল পশ্চিমবঙ্গ। রাজ্যের বীরভূম জেলার অর্ন্তগত এই কয়লা গহ্বরে মোট ২১০ কোটি টন কয়লা মজুত আছে বলে অনুমান করা হচ্ছে। এর ফলে বীরভূম ও সংলগ্ন জেলাগুলিতে শিল্পসৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে।
এই খবর জানিয়ে টুইটার বার্তায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লিখেছেন, তিন বছরের অপেক্ষার পর পশ্চিমবঙ্গ দেওচা-পঞ্চমি-হরিণসিংহ-দেওয়ানগঞ্জ কয়লা গহ্বর থেকে কয়লা তোলার অনুমতি পেল। এর ফলে বীরভূম ও সংলগ্ন জেলায় প্রায় এক লাখ প্রত্যক্ষ ও পরোক্ষ কর্মসংস্থান তৈরির সম্ভাবনা রয়েছে। এর ফলে ওই এলাকায় তাৎক্ষণিকভাবে ১২ হাজার কোটি টাকা বিনিয়োগ হবে। যার ফলে এলাকার আর্থ-সামাজিক পরিস্থিতি বদলে যাবে। কয়লা উত্তোলনের পরিকাঠামো গড়ে তুলতে দ্রুত প্রশাসনিক ব্যবস্থা গড়ে তোলা হবে বলেও রাজ্য সরকারের তরফ থেকে জানানো হয়েছে।
Your browser doesn’t support HTML5