মুম্বাই হামলায় অভিযুক্ত উগ্রপন্থী সন্ত্রাসী নেতার ৫ বছরের কারাদণ্ড 

পাকিস্তানের সন্ত্রাস বিরোধী একটি আদালত, সন্ত্রাসীদের অর্থায়নের অভিযোগে উগ্রপন্থী একজন ইসলামী নেতাকে ৫ বছরের কারাদণ্ড দিয়েছে I লাহোরের আদালত ২০০৮ সালে ভারতের মুম্বাইয়ে হামলা পরিচালনার জন্য জাকিউর রহমান লাখভিকে এই কারাদণ্ড দেয় I অভিযুক্ত লাখভি সন্ত্রাসী তৎপরতায় সহায়তা দিতে একটি চিকিৎসা কেন্দ্র চালাতেন I

লাখভি, ভারতে সন্ত্রাসী হামলায় নিয়োজিত, লস্কর ই তায়িবা গ্রূপের প্রধান ছিলেন, যাকে মুম্বাই সন্ত্রাসী হামলার জন্য অভিযুক্ত করা হয়েছে I সেই হামলায় কয়েকজন আমেরিকানসহ ১৬৬ জনের মৃত্যু হয়েছিল I