স্লোভ্যানিয়া জানিয়ে দিয়েছে- মঙ্গলবার মাঝরাত থেকে নতুন এক বন্দোবস্তে তারা, তাদের দেশের জন্যে আশ্রয় প্রার্থনার আবেদন করা নেই এমোন আর কোনো অভিবাসিকে তারা তাদের সীমান্ত অতিক্রম করতে দেবেনা। ক্রোয়েশিয়া ও সার্বিয়াও একই পন্থা অবলম্বন করতে চলেছে বলে জানিয়েছে। এ নিয়ে য়ুরোপের অভিবাসী পরিস্থিতিতে নতন একটা দৃশ্যপটের অবতারনা হ’লো। বিষয়টি নিয়ে আমরা কথা বলি নিউ ইয়র্ক প্রবাসী অর্থনীতিবিদ-সংবাদ ভাষ্যকার ডক্টর সেলিম জাাানের সঙ্গে। ভয়েস অফ এ্যামেরিকার ওয়াশিংটন স্টুডিও থেকে তাঁর সঙ্গে কথা বলেন সরকার কবীরুদ্দীন।
Your browser doesn’t support HTML5