মানব পাচারকারী চক্রের কবলে পড়ে ভূমধ্যসাগরে নৌকায় ভাসমান অবস্থায় থাকা এবং বিভিন্ন দেশে আটকে পড়া বাংলাদেশী অভিবাসি ও শরনার্থীদেরকে অবিলম্বে, বাংলাদেশ সরকারের দেশে ফিরিয়ে আনার ব্যাবস্থা উচিৎ বলে মন্তব্য করেছেন ড. তাসনিম সিদ্দিকি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষক ও Refugee and Migrating Movements Research Unit (RMMRU) এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, ড. তাসনিম বলেন, যে বৈধ বা অবৈধ বাংলাদেশী অভিবাসিদের পাঠানো অর্থে সমৃদ্ধ বাংলাদেশ হয়েছে, সেই অভিবাসিদের অসহায় অবস্থায় সরকার কোনো পদক্ষেপ নেবে না; সেটি মেনে নেয়া যায় না। সেলিম হোসেন কথা বলেছেন ড. তাসনিম সিদ্দিকীর সঙ্গে।
Your browser doesn’t support HTML5