অভিবাসন ও শরনার্থী সমস্যা মোকাবেলায় ইউরোপীয় দেশসমূহকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান

অভিবাসন ও শরনার্থী সমস্যা মোকাবেলায় সমগ্র ইউরোপীয় দেশসমূহকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানিয়েছেন জার্মান চ্যান্সেলর ও ফরাসী প্রেসিডেন্ট।

বুধবার ইউরোপীয়ন সংসদে দেয়া বক্তব্যে দুই নেতা বলেন ২৮-জতির ইউরোপীয়ন গোষ্ঠীকে এই হাজার হাজার অভিবাসি ও শরনার্থী সংকট মোকাবেলায় আরো শক্তিশালি সমন্বিত ও গঠনমূলক প্রয়াস চালাতে হবে।

জার্মান চ্যান্সেলর এ্যাঙ্গেলা মার্কেল বলেন শরনার্থী নীতিমালা সকলে যেন একইভাবে পালন করে সে ব্যাপারে সব ই-ইউ দেশকে সতর্ক থাকার ওপর জোর দেন। ফরাসী প্রেসিডেন্ট ফ্রাসোয়া ওলান্দ বলেন সার্বজনীনন শরনার্থী নীতিমালা ইউরোপের সব দেশকে এমনভাবে মানতে হবে যেন কোনো প্রশ্ন না ওঠে।