বেলারুশে মানবাধিকার লঙ্ঘনে, হাই কমিশনার মিচেল বেসেলেটের ক্ষোভ প্রকাশ 

মানবাধিকার বিষয়ে জাতিসংঘের হাই কমিশনার, মিচেল বেসেলেট বেলারুশে চরম মানবাধিকার লঙ্ঘনের দোষারোপ কোরে, বেলারুশ সরকারকে নিজের জনগণের ওপর বর্বরতা বন্ধের আবেদন জানানI

তিনি বলেন, শান্তিপূর্ণ সমাবেশে অংশগ্রহণকারী, অবসরপ্রাপ্ত জনগণসহ ২৭,০০০ সাধারণ নাগরিককে সেখানে আটক রাখা হয়েছেI তিনি শান্তিপূর্ণ প্রতিবাদকারীদের ওপর নিরাপত্তা বাহিনীর অতি মাত্রায় বল-প্রয়োগ, কাঁদানে গ্যাস, রাবার বুলেট ও সটান গান ব্যবহারের নিন্দা জানানI