যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর নিহত বীরদের জন্যে প্রার্থনা করার আহবান প্রেসিডেন্ট ওবামার

যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীতে কাজ করার সময় যে সকল নারী পুরুষ নিহত হন তাঁদের সম্মানে মে মাসের শেষ সোমবার পালন করা হয় মেমোরিয়াল দিবস।

শনিবার সাপ্তাহিক ভাষণে প্রেসিডেন্ট বারাক ওবামা বলেন দিবসটিতে আমরা তাঁদেরকে স্মরণ করি যাঁরা সেনা পোষাক পর্যন্ত খোলার সুযোগ পাননি, তাঁরা আমাদের বীর।

তিনি বলেন এই দিনটি উপলক্ষ্যে আমরা বছরে অন্তত একটি দিন তাঁদের জন্যে আলাদা করে তাঁদের সমাধিস্থলে ফুল দিয়ে সম্মান জানাতে পারি। দেশের জন্যে আত্মৎসর্গকারী সেই বীরদের সম্মান জানাতে, তাঁদের জন্যে প্রার্থনা করার আহবান জানান তিনি আমেরিকানদের প্রতি।

তিনি বলেন আমরা তাঁদের কাছে ঋনি আর সেই ঋণ শোধ করার সত্যিকারের সামর্থ্য আমাদের নেই।