অস্ট্রেলিয়ার মেলবোর্ন শহরে করোনা সঙ্কট নুতন মোড় নিলে, কর্তৃপক্ষ মুখ ডাকা বাধ্যতামূলক করেছে বুধবার থেকে I শহরে লোকজন শুধুমাত্র চাকুরী, পড়াশোনা, জিমে যাওয়া ও অন্যান্য জরুরি কাজের জন্য ঘর থেকে বেরোতে পারবেন I অস্ট্রেলিয়ায় এ যাবৎ ১২,৪২৮ জনের দেহে সংক্রমণ শনাক্ত হয়েছে I
অস্ট্রেলিয়ায় সংক্রমণ শুরু হবার পর, গত ২৪ ঘন্টায় রেকর্ড সংখ্যায় ৫০০জন সংক্রমিত হন, যার বেশির ভাগ ঘটেছে দক্ষিণ পূর্বাঞ্চলীয় ভিক্টোরিয়া রাজ্যে I সেখানে ৪০টি নার্সিং হোমে সংক্রমণ দ্রুত ছড়িয়ে পড়ে I কর্তৃপক্ষ অনেকগুলি কারাগারে লোক ডাউন ঘোষণা করেছে I