রুয়ান্ডার শিশুদের সঙ্গে বেক্তিগত সম্পর্ক আছে যুক্তরাষ্ট্রের নায়িকা মেগান মারকেলের। আগামী ১৯ মে শনিবার প্রিনস হ্যারিকে বিয়ে করার মাধ্যমে মেগান মারকেল পেতে যাচ্ছেন রাজপদ। খ্রিস্টান ধর্মাবলম্বীদের মানবাধিকার সংস্থা World Vision এর বিশ্ব রাষ্ট্রদূত হিসেবে রুয়ান্ডা পরিদর্শনে যান মারকেল। সেখানে শিশুদের জন্য পরিস্কার পানির জন্য অর্থ সাহায্য বিস্তৃত করার লক্ষ্যে কাজ করেছেন মারকেল।
Your browser doesn’t support HTML5
meghan