ভারত মহাসাগরীয় দ্বীপ, মরিশাসের উপকূলে জাপানের একটি তেলবাহী ট্যাংকার, প্রবাল প্রাচীরে আটকা পড়লে, জাহাজ থেকে বহু টন তেল নিঃসরিত হয়ে সমুদ্রের পানিতে তেলের আবরণ সৃষ্টি করে I
সরকার পরিবেশ সম্পর্কিত জরুরি অবস্থা ঘোষণা করেছেন I ফ্রান্স জানিয়েছে নিকটবর্তী রি-ইউনিয়ন দ্বীপ থেকে দূষণ যন্ত্রপাতি নিয়ে একটি সামরিক পরিবহন বিমান ও একটি নৌযান মরিশাসের পথে রওয়ানা হয়েছে I
আবহাওয়াবিদরা বিরল প্রজাতির শিশু কাছিম অন্যত্র সরিয়ে নিচ্ছেন এবং স্থানীয় উপকূলীয় লোকজন শুখনো আখের পাতা বা বস্তা দিয়ে তেলের নিঃসরণ আটকানোর চেষ্টা চালিয়ে যাচ্ছেন I
২৫শে জুলাই,জাহাজটি প্রবাল প্রাচীরে আটকে যায়, তাই মরিশাস কর্তৃপক্ষের এতদিনের নীরবতা নিয়ে আবহাওয়াবিদরা প্রশ্ন তুলেছেন I