বাংলাদেশ স্বাধীনতা ঘোষণার মাস মার্চের শুরুতেই পাকিস্তানকে টি টোয়েন্টি এশিয়া কাপে হারিয়ে ফাইনালে জায়গা করে নিয়েছে এবং দেশকে এক অনন্য উপহার দিয়েছে। জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা বাংলাদেশের এই ঐতিহাসিক জয়ে বড় ভূমিকা রাখেন। ভয়েস অব আমেরিকাকে দেয়া এক বিশেষ সাক্ষাৎকারে তিনি মুক্তিযুদ্ধ ১৯৭১ প্রসঙ্গে বলেন, যতদিন বেঁচে থাকবো, মুক্তিযোদ্ধাদের প্রতি আমার শ্রদ্ধা অক্ষুণ্ণ থাকবে। বাংলাদেশের তরুণ সমাজ যদি এই বিশ্বাস নিয়ে এগিয়ে যায়, বাংলাদেশ আরো আলোকিত হবে এবং হচ্ছে।
ওয়াশিংটন স্টুডিও থেকে তাঁর সঙ্গে কথা বলেন আহসানুল হক। অডিও সাক্ষাৎকারটি শুনতে প্লে বাটনে ক্লিক করুন।
Your browser doesn’t support HTML5