প্রস্তাবিত দূর্নীতি বিরোধী আইন সম্পর্কে বিতর্কে আপত্তি নেই - মনমোহন সিং

প্রস্তাবিত দূর্নীতি বিরোধী আইন সম্পর্কে বিতর্কে আপত্তি নেই - মনমোহন সিং

গোটা ভারত জুড়ে দূর্নীতি বিরোধী প্রতিবাদের মুখে প্রধানমন্ত্রী মনমোহন সিং বলেছেন, প্রস্তাবিত দূর্নীতি বিরোধী আইন সম্পর্কে বিতর্কের ব্যাপারে তার কোন আপত্তি নেই।ভারতের সক্রিয়বাদী আন্না হাজারের অনশন ধর্মঘটের আজ সপ্তম দিনে প্রধানমন্ত্রী সিং আবার বলেন যে প্রস্তাবিত দূর্নীতি বিরোধী আইন সম্পর্কে উদ্বেগ ভারতের সংসদেই ব্যক্ত করা উচিৎ। মি সিং বলেন, দূর্নীতিকে নির্মূল করা কঠিন কাজ। কোলকাতায় এক ভাষণে প্রধানমন্‌ত্রী সিং বলেন যে সরকারের খসড়া প্রস্তাবটি পরিবর্তন করা যেতে পারে। তিনি বলেন যে সরকার এ বিষয়ে যুক্তিসঙ্গত বিতর্কের ব্যাপারটি খোলা মনেই দেখছে। এ দিকে চিকিৎসকরা বলছেন যে ৭৪ বছর বয়সী আন্না হাজারে পাচ কিলোগ্রাম ওজন হারিয়েছেন তবে তার অবস্থা এমনিতে ভাল আছে। হাজারের সমর্থনে নতুন দিল্লির কেন্দ্রস্থলে হাজার হাজার লোক সমবেত হয়েছে এবং দূর্নীতির বিরুদ্ধে তার অনশন ধর্মঘট লক্ষ লক্ষ দেশবাসীকে একতাবদ্ধ করেছে। তার একজন সমর্থক বলছেন যে আন্না হাজারের নেতৃত্বে দেশে এমন এক বড় রকমের লড়াই শুরু হয়েছে যাকে থামানোর কোন শক্তি কারও নেই। মি হাজারে মঙ্গলবার তার অনশন শুরু করেন এবং সরকারকে এমন কঠিন দূর্নীতিবিরোধী আইন পাশ করতে বলছেন যাতে ভারতের প্রধানমন্ত্রী, আইন বিভাগ এবং নিম্ন পদস্থ কর্মকর্তাদের জবাবদিহিতা আরও বৃদ্ধি পাবে।