নন্দীগ্রামে আহত মমতা বন্দ্যোপাধ্যায়কে কলকাতার সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে

গতকাল রাতে নন্দীগ্রামে আহত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কলকাতায় নিয়ে এসে সরকারি এসএসকেএম হাসপাতালে ভর্তি করানো হয়েছে। পাঁচজন ডাক্তারকে নিয়ে গঠিত একটি মেডিকেল বোর্ড তাঁকে পরীক্ষা করে জানিয়েছে, মুখ্যমন্ত্রী বাঁ পায়ে, কোমরে, কাঁধে ও ঘাড়ে আঘাত পেয়েছেন। গতকালই পশ্চিমবঙ্গের রাজ্যপাল জাগদীপ ধনকার তাঁকে দেখতে হাসপাতালে গিয়েছিলেন, সেখানে জড়ো হওয়া তৃণমূল সমর্থকেরা তাঁকে 'গো ব্যাক' ধ্বনি দেন।

Your browser doesn’t support HTML5

নন্দীগ্রামে আহত মমতা বন্দ্যোপাধ্যায়কে কলকাতার সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে

আজ বিজেপির মুখপাত্র শমীক ভট্টাচার্য এবং ত্রিপুরা ও মেঘালয়ের রাজ্যপাল তথাগত রায় তৃণমূল নেত্রীকে দেখতে হাসপাতালে গিয়েছিলেন। কিন্তু ওঁদের জানানো হয়, এখন ওঁর যা শারীরিক অবস্থা, তাতে পুরোপুরি বিশ্রামে রাখা হয়েছে, কাউকেই দেখা করতে দেওয়া হচ্ছে না। শমীকবাবু ও তথাগতবাবু তখন ওখানে উপস্থিত তৃণমূল নেতাদের ও মন্ত্রী অরূপ বিশ্বাসের কাছে মুখ্যমন্ত্রীর জন্য শুভেচ্ছা বার্তা দিয়ে ও দ্রুত আরোগ্য কামনা করে ফিরে যান।