রাজ্যের অর্থনৈতিক কেলেঙ্কারী তে অভিযুক্ত সংস্থা রোজভ্যালি'র আর্থিক দুর্ণীতি কাণ্ডে ধৃত তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়কে দেখতে মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় আজই ওড়িশার ভূবনেশ্বরে যাচ্ছেন। সেখান থেকে আগামীকাল পুরীর জগন্নাথ মন্দিরে তাঁর পুজো দেওয়ার কথা। কিন্তু সেই পুজো নিয়েও আপত্তি উঠেছে বলে অভিযোগ।
জানা গেছে, মমতাকে বন্দোপাধ্যায়কে পুজো দিতে দেওয়ার ক্ষেত্রে ‘আপত্তি’ জানিয়েছেন পুরী মন্দিরের সেবায়েত সম্মিলনী। গতকাল সোমবার মন্দির কমিটির কাছে গিয়ে মমতা বন্দোপাধ্যায়ের পুজো দেওয়া নিয়ে আপত্তি জানান সেবাইত সম্মিলনীর সম্পাদক সেবাইত সোমনাথ কুণ্ঠিয়া। তাদের দাবী মমতা বন্দোপাধ্যায় গো মাংস খাওয়ার পক্ষে সওয়াল করেছেন সম্প্রতি, এব্যাপারে মমতা বন্দোপাধ্যায়ের অবস্থান ষ্পষ্ট করে জানাতে হবে, নইলে সেবাইত সম্মিলনী মনে করছেন মমতা বন্দোপাধ্যায় হিন্দুদের ভাবাবেগে আঘাত করেছেন।
এদিকে অশান্তি সৃষ্টির চেষ্টার জন্য সেবাইত সম্মিলনীর সম্পাদক সোমনাথ কুন্ঠিয়া কে আটক করেছে ওড়িশা পুলিশ। এই ঘটনার পিছনে বিজেপির ইন্ধন রয়েছে বলে মনে করছে তৃণমূল শিবির, অন্যদিকে ওড়িশা রাজ্য বিজেপি সভাপতি বসন্ত পণ্ডা দাবি করেছেন, তাঁরা কোনও রাজনীতি করছেন না। বসন্তর বক্তব্য, 'মমতা বন্দ্যোপাধ্যায় ভবগান জগন্নাথের আশীর্বাদ নিতেই পারেন। পুরীর মন্দির সব হিন্দুর জন্যই উন্মুক্ত।' এদিকে তৃণমূল সূত্রে খবর আগামী কাল বুধবার বিকেল পাঁচ টায় নির্ধারিত সূচি মেনেই মমতা পুরীর মন্দিরে যাবেন।
Your browser doesn’t support HTML5