চাদের সৈন্যেরা মালির কিদাল শহরটির নিয়ন্ত্রণ সুসংহত করার চেষ্টা করছে

চাদের সৈন্যেরা এখন মালির কিদাল শহরটির নিয়ন্ত্রণ সুসংহত করার চেষ্টা করছে । দেশটিতে এটি ছিলো ইসলামপন্থী জঙ্গিদের শেষ বড়ো ধরনের মজবুত ঘাঁটি ।
মঙ্গলবার ফ্রান্সের কর্মকর্তারা বলেছেন – চাদের প্রায় ১৮ শ’র মতো সৈন্য এখন শহরটিতে গিয়ে ঢুকতে আরম্ভ করেছে । ফ্রান্সের নেতৃত্বে মালির সেনা বাহিনী কিদাল বিমানবন্দরের নিয়ন্ত্রণ কব্জা করবার প্রায় সপ্তাহ খানেক পর এ তত্পরতা শুরূ হ’লো । এর আগে ধর্মনিরপেক্ষ তুয়ারেগ বিদ্রোহি গ্রুপ MNLA খোদ কিদালের নিয়ন্ত্রণ দখলে নিয়েছিলো ।
ফ্রান্সের প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে বলা হয় – সাম্প্রতিক দিনগুলোতে ফ্রান্সের বিমান হামলা মালির উত্তরাংশে ইসলামপন্থীদের গোটা পঁচিশ লক্ষস্থলে আঘাত হানে ।
ওদিকে আন্তর্জাতিক সংস্থাসমূহ এবং মালির কর্মকর্তারা ব্রাসেলসে বৈঠকে বসেন দেশটির স্থিতিশীলতা কায়েম নিয়ে আলোচনার উদ্দেশে ।