মালিতে রকেট হামলায় জাতিসংঘের এক শান্তিরক্ষী এবং দুই অসামরিক ব্যক্তি নিহত

Soldiers gesture in front of La Terrasse restaurant where militants killed five people, including a French citizen and a Belgian citizen, in a gun attack in Bamako, March 7, 2015.

মালির উত্তরাঞ্চলে জাতিসংঘের এক শিবিরে এবং তার কাছে রকেট হামলায় জাতিসংঘের এক শান্তিরক্ষী এবং দুই অসামরিক ব্যক্তি নিহত হয়।

জাতিসংঘের এক বিবৃতিতে বলা হয়েছে ৮জন সৈনিক আহত হয়, এবং শিবিরের বাইরেও নাগরিকরারকট হামলার শিকার হয়। দুজন নিাত হয় আর আহত হয় অন্যান্য চারজন।

রবিবার সকালে হামলা হয়। কারা আক্রমণের জন্য দায়ী তা তাৎক্ষনিক সুস্পষ্ট হয়নি।

মালির রাজধানী বামাকোতে এক রেস্তোরায় বন্দুকধারীরা হামলা চালানোর একদিন পর জাতিসংঘের সিবিরে আক্রমণ হলো। রেস্তোরায় বন্দুকধারীদের হামলায় অন্তত ৫ ব্যক্তি নিহত হয় আর অন্যান্য বেশ কয়েকজন আহত হয়।