পশ্চিম আফ্রিকার নেতৃবৃন্দ মালিতে ইসলামপন্থী জংগিদের বিরুদ্ধে লড়াইরত ফরাসী সৈন্যদের সহায়তার জন্য অতিরিক্ত সেনা বাহিনী পাঠানোর ব্যাপারে শনিবার আলোচনায় বসছেন।
আইভরী কোষ্টের রাজধানী আবিদযানের এই বৈঠকে পশ্চিম আফ্রিকী আঞ্চলিক গোষ্ঠী একোয়াসের কয়েকজন রাষ্ট্র প্রধানের অংশ নেওয়ার কথা রয়েছে। শুক্রবার একোয়াস কমিশন চেয়ারম্যান ডিযাইরি কাদ্রে উয়েদ্রাওগো বলেন, মালির বর্তমান পরিস্থিতিতে অবিলম্বে ব্যবস্থা নেওয়ার প্রয়োজন দেখা দিয়েছে।
মালির কর্মকর্তারা বলেন, ফ্রান্স সমর্থিত সরকারী সেনারা একটি শহর ইসলামপন্থী জংগিদের হাত থেকে পুনরায় দখল করেছে। শুক্রবার স্থানীয় কর্মকর্তারা জানান, রাজধানী বামাকোর ৪০০ কিলোমিটার উত্তরপশ্চিমে অবস্থিত দিয়াবালি থেকে জঙ্গিদের বিতাড়িত করা হয়েছে। বিদ্রোহীরা সোমবার সে এলাকাটি দখল করে।
এর আগে মালির সেনাবাহিনী এবং ফরাসী কর্মকর্তারা জানান, মালির সৈন্যরা দিয়াবালির পুর্বের শহর কোনা পুনর্দখল করেছে। গত সপ্তাহে জঙ্গীদের হাতে সেই শহরের পতনের পর ফ্রান্স তাদের প্রাক্তন উপনিবেশটিতে হস্তক্ষেপ করার সিদ্ধান্ত নেয়।
আইভরী কোষ্টের রাজধানী আবিদযানের এই বৈঠকে পশ্চিম আফ্রিকী আঞ্চলিক গোষ্ঠী একোয়াসের কয়েকজন রাষ্ট্র প্রধানের অংশ নেওয়ার কথা রয়েছে। শুক্রবার একোয়াস কমিশন চেয়ারম্যান ডিযাইরি কাদ্রে উয়েদ্রাওগো বলেন, মালির বর্তমান পরিস্থিতিতে অবিলম্বে ব্যবস্থা নেওয়ার প্রয়োজন দেখা দিয়েছে।
মালির কর্মকর্তারা বলেন, ফ্রান্স সমর্থিত সরকারী সেনারা একটি শহর ইসলামপন্থী জংগিদের হাত থেকে পুনরায় দখল করেছে। শুক্রবার স্থানীয় কর্মকর্তারা জানান, রাজধানী বামাকোর ৪০০ কিলোমিটার উত্তরপশ্চিমে অবস্থিত দিয়াবালি থেকে জঙ্গিদের বিতাড়িত করা হয়েছে। বিদ্রোহীরা সোমবার সে এলাকাটি দখল করে।
এর আগে মালির সেনাবাহিনী এবং ফরাসী কর্মকর্তারা জানান, মালির সৈন্যরা দিয়াবালির পুর্বের শহর কোনা পুনর্দখল করেছে। গত সপ্তাহে জঙ্গীদের হাতে সেই শহরের পতনের পর ফ্রান্স তাদের প্রাক্তন উপনিবেশটিতে হস্তক্ষেপ করার সিদ্ধান্ত নেয়।