দণ্ডাদেশ সত্ত্বেও মালয়েশিয়ার প্রাক্তন প্রধানমন্ত্রী আগামী নির্বাচনে দাঁড়াতে পারেন

মালয়েশিয়ার প্রাক্তন প্রধানমন্ত্রী, নাজিব রাজাক পুত্রাজায়াতে আদালতে শুনানির জন্য হাজির হচ্ছেন, ফাইল ছবি, ৫ই এপ্রিল, ২০২১/এএফপি

রয়টার্স বার্তা সংস্থার সঙ্গে এক সাক্ষাৎকারে মালয়েশিয়ার প্রাক্তন প্রধানমন্ত্রী নাজিব রাজাক বলেছেন আগামী দু বছরের মধ্যে সংসদ নির্বাচনে দাঁড়ানোর কথা তিনি নাকচ করে দেননি। দুর্নীতির দায়ে দোষী সাব্যস্ত হবার কারণে সাবেক প্রধানমন্ত্রীকে নির্বাচনে দাঁড়াতে দেয়া হবে না জেনেও তিনি তাতে দমে যাননি।

নাজিবের দল দি ইউনাইটেড মালয়স ন্যাশনাল অর্গানাইজেশন (UMNO ) গত মাসে প্রধানমন্ত্রীত্ব জিতে নেয়, যে দল ৩ বছর আগে বহু বিলিয়ন ডলার কেলেংকারির কারণে ক্ষমতা থেকে বহিস্কৃত হয়েছিলI বিরোধীদের আশংকা যে আবার ক্ষমতায় এলে দলের অভিযুক্ত নেতারা অভিযোগ থেকে অব্যাহতি লাভ করবেন I

প্রাক্তন প্রধানমন্ত্রী, নাজিব ২০১৮ সাল পর্যন্ত ৯ বছর প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেনI গত বছর দুর্নীতির দায়ে তাঁকে দোষী সাব্যস্ত করা হয় এবং বর্তমানে নিষ্ক্রিয় 1MBD তহবিল অপব্যবহারের অনেকগুলো মামলার একটির দায়ে ১২ বছরের কারাদণ্ড দেয়া হয়I তিনি কোনো অন্যায় করার কথা অস্বীকার করেন এবং রায়ের বিরুদ্ধে আপিল করেছেনI

তিনি এখনও সংসদের একজন সদস্য, তবে দেশের রাজার কাছ থেকে ক্ষমা না পেলে সংবিধান তাঁকে নির্বাচনে দাঁড়াতে বাধা দেবেI

শনিবার রয়টার্সের কাছে আলাপকালে, নাজিব তাঁর অযোগ্যতার অভিযোগকে চ্যালেঞ্জ জানিয়ে বলেন, "এটা ব্যাখ্যার ওপর নির্ভর করে"Iতিনি বলেন, আইনের চোখে, সংবিধানের চোখে বা বিচার শুনানিতে যাই ঘটুক, সবকিছুই ব্যাখ্যার ওপর নির্ভর করবে I

২০২৩ সালের পরবর্তী নির্বাচনে দাঁড়াবেন কিনা জিজ্ঞাসা করা হলে, নাজিব বলেন, "যে কোনো রাজনীতিক যিনি কোনো ভূমিকা রাখতে চান, তিনি সংসদের একটি আসন চাইবেন"।