মালায়েশিয়ার প্রধানমন্ত্রী নাজিব রাজাকের পদত্যাগের দাবীতে দু দিন ধরে সে দেশের রাজধানীতে বিক্ষোভ হয়। তবে সরকার পরিস্থিতি নিয়ন্ত্রনে রেখেছে।
পুলিশ, সৈনিক ও সরকারী কর্মীদের কুচকাওয়াজে, মি নাজিব সোমবার Kuala Lumpurএ হাজার হাজার দর্শকের সঙ্গে যোগ দেন।
প্রধানমন্ত্রী গুরুতরো জালিয়াতির অভিযোগের সম্মুখীন। কিন্তু তিনি ক্ষমতা না ছেড়ে দেওয়ার প্রতিশ্রুতি ব্যাক্ত করেছেন। তিনি প্রতিবাদকারীদের সতর্ক করে দিয়েছেন যে তারা ক্ষুদ্রমনের এবং তাদের মধ্যে জাতীয়তাবাদের অভাব রয়েছে সেই পরিচয় দিচ্ছে।
প্রতিবাদ বিক্ষোভের সংগঠকরা বলেছেন শনিবার ও রবিবার ২ লক্ষ মানুষ মি নাজিব এর পদত্যাগের দাবী জানাতে বিক্ষোভ করে। অবশ্য পুলিশ বলেছে ৩০ হাজারের কম মানুষ প্রতিবাদ বিক্ষোভে যোগ দেয়।
কর্মকর্তাদের আনুমানিক হিসেব অনুযায়ী সোমবারের উদযাপন অনুষ্ঠানে ১৩ হাজার মানুষ যোগ দেয়।