মালয়েশিয়ার ইমিগ্রেশন পুলিশ ৭৬৭ বাংলাদেশী নির্মাণ শ্রমিককে পোর্ট ডিকসন ডিসট্রিক্ট থেকে আটক করেছে বলে মঙ্গলবার ঢাকায় পাওয়া খবরে জানা গেছে।
খবরে বলা হয়, সেদেশের ইমিগ্রেশন পুলিশ মোট ৯৩৬ জন অবৈধ নির্মাণ শ্রমিককে আটক করেছে। যাদের মধ্যে ৭৬৭ জন বাংলাদেশী, ৮০ জন পাকিস্তানি, ৫০ জন ভারতীয়, ২২ জন ইন্দোনেশিয়ান, ১৩ জন শ্রীলঙ্কান, তিনজন মিয়ানমারের এবং একজন নেপালের নাগরিক রয়েছেন।
মিথ্যা তথ্য দিয়ে ভ্রমণ এবং ভিসা শেষ হয়ে যাওয়ার পরও অবস্থান করাসহ বিভিন্ন অপরাধে তাদের আটক করা হয়েছে বলে ইমিগ্রেশন পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।
বাংলাদেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ অবশ্য এবিষয়ে কোন বক্তব্য দেয়নি।
উল্লেখ্য, বাংলাদেশের অন্যতম শ্রম বাজার হিসেবে পরিচিতি মালয়েশিয়ার বিভিন্ন খাতে প্রায় ৬ লাখ বাংলাদেশী বৈধ ভাবে কাজ করছেন বলে কর্মকর্তারা জানিয়েছেন। ঢাকা থেকে জহুরুল আলম।
Your browser doesn’t support HTML5