বাংলাদেশে নির্বাচন-পূর্ব সরকার নিয়ে পাল্টাপাল্টি প্রস্তাব সম্পর্কে ডেইলী স্টার সম্পাদকের মন্তব্য

বাংলাদেশে , নির্বাচন পূর্ব সরকার ব্যবস্থা নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সর্বদলিয় সরকার কেন্দ্রীক প্রস্তাবের বিকল্প প্রস্তাব হাজির করেছেন প্রধান বিরোধি দল বি এন পি’র চেয়ার পার্সন বেগম খালেদা জিয়া । ১৯ শ’ ৯৬ ও ২ হাজার একের তত্বাবধায়ক সরকার থেকে পাঁচজন পাঁচজন করে উপদেষ্টাদের নিয়ে এ সরকার গঠন করা যেতে পারে এবং এঁদেরই মধ্যে থেকে একজনকে উভয় দলের সম্মতিক্রমে প্রধানমন্ত্রী মনোনিত করা যেতে পারে বলে সুপারিশ করেছেন বেগম জিয়া । বিষয়টি নিয়ে আমাদের ঢাকা সংবাদদাতা মতিয়ুর রহমান চৌধুরী কথা বলেন ইংরেজি দৈনিক দি ডেইলী স্টার পত্রিকার সম্পাদক মাহফুজ আনামের সঙ্গে ।bangla pol

Your browser doesn’t support HTML5

bangla pol