লন্ডনের সন্ত্রাস পরবর্তী পরিস্থিতি এবং ঈদ নিয়ে উৎকণ্ঠা

ব্রিটেনের বিভিন্ন স্থানে সন্ত্রাসী হামলাসহ সর্বশেষ হামলা হ’ল সোমবার ভোর রাতে ফিনসবারি পার্কে মসজিদের সামনে। লন্ডনে এই প্রথম প্রকাশ্যে মুসলমানদের ওপরে হামলা হয়েছে। লন্ডনের টাওয়ার হ্যামলেটসের বারার মেয়রের-দফতরে পরামর্শক পদে কর্মরত প্রাক্তন সাংবাদিক বাংলাদেশী ব্রিটিশ সৈয়দ মনসুরউদ্দীন।

Your browser doesn’t support HTML5

SM Tahira

লন্ডনের সন্ত্রাস পরবর্তী পরিস্থিতি নিয়ে সৈয়দ মনসুরউদ্দীনের সংগে ভয়েস অফ আমেরিকার ওয়াশিংটন ষ্টুডিও থেকে টেলিফোনে কথা বলেন তাহিরা কিবরিয়া ।