বন্যার পর স্বাভাবিক জীবনে ফিরে আসছে লন্ডন

বন্যা প্লাবিত লন্ডন শহর, ফাইল ফটো ২৮শে এপ্রিল, ২০২১ -রয়টার্স .

ভারী বর্ষণে ঘরবাড়ি, পথঘাট ও কতগুলি সাবওয়ে স্টেশন জলমগ্ন হওয়ার পর, সোমবার, লন্ডনের জনগণ সেগুলি পরিষ্কার করতে শুরু করেছেনI জলমগ্ন হওয়ার এই ঘটনা ছিল কয়েক সপ্তাহে দ্বিতীয় ঘটনাI
আবহাওয়া দপ্তর জানায়, রবিবার বিকেলে মধ্যাঞ্চলীয় লন্ডনে ৪১.৬ সেন্টিমিটার বা ১৬ ইঞ্চি পরিমান বৃষ্টিপাত হয়েছেI সোমবার আহবাওয়া শুষ্ক ছিলI তবে পরিবেশ দপ্তর জানায়, দক্ষিণ পূর্বাঞ্চলীয় ইংল্যান্ডের জন্য ৪টি বন্যা হুঁশিয়ারি বলবৎ থাকবেI

লন্ডনের দুটি হাসপাতাল, রোগীদের জানিয়ে দিয়েছে যে, বন্যায় ক্ষতিগ্রস্ত হওয়ায়, তারা যেন জরুরি বিভাগে না আসেনI পরিবহন সংস্থা জানিয়েছে, পুডিং মিল লেনসহ ৮টি স্টেশন, বন্যার কারণে বন্ধ রাখা হবেI

শহরের লোকজন বাকেট, ঝাঁটা ও কাঠের তৈরী বোর্ড দিয়ে শহরের বিভিন্ন এলাকায় ড্রেনে চাপের সৃষ্টি হলে বন্যা থেকে ঘরবাড়ি রক্ষার প্রয়াস চালানI লন্ডনের এক বাসিন্দা, এডি এলিয়ট বলেন, "লন্ডনে আমার জন্ম, এখানেই আমি বড় হয়েছি, এমন বন্যা কখনো দেখিনি, ব্যক্তিগতভাবে এটি আমার সবচাইতে ভয়ংকর অভিজ্ঞতা; পুরো পথঘাট বিচ্ছিন্ন, পানিতে বাস অচল হয়ে পড়ে আছে"I
.
ভারী বর্ষণের পর, তপ্ত আবহাওয়ায় জনগণকে স্বস্তি পেতে লেক বা সমুদ্র পারে এসে ভিড় জমাতে দেখা যায়I এমাসের শুরুতে ঝড় ও প্লাবনে ক্ষতিগ্রস্ত হয়েছে জার্মানি ও বেলজিয়ামের বহু শহর এবং প্রায় ২০০ লোক যাতে প্রাণ হারানI
(এপি)