লিবিয়ার বেনগাজীতে জোড়া গাড়ীবোমায় অন্তত ৩৩ জন নিহত ও অসংখ্য আহত হয়েছে।
প্রথম গাড়ীবোমাটির বিস্ফোরণ ঘটে আল সালমানি এলাকায় একটি মসজিদের বাইরে। ৩০ মিনিট পরে একই স্থানে ঘটে পরের বিস্ফোরণ। ধারণা করা হচ্ছে প্রথম বিস্ফোরণের সময় হতাহতদেরকে সহায়তা করতে আসা পুলিশ ও উদ্ধারকর্মীদেরকে টার্গেট করে দ্বিতীয় বোমাটির বিস্ফোরণ ঘটে।
বিস্ফোরণের দায় কেউ স্বীকার করেনি। লিবিয়াস্থ জাতিসংঘ মিশন ওই বিস্ফোরণের নিন্দা জানিয়ে বলেছে অসামরিক জনগনের ওপর ওই হামলা আন্তর্জাতিক মানবাধিকার আইনের চরম লংঘন।