লিবিয়ায় চরমপন্থী নেতা বেলমোখতারকে লক্ষ্য করে আমেরিকান বিমান হামলা

Veteran jihadist Mokhtar Belmokhtar speaks in this undated still image taken from a video released by Sahara Media on January 21, 2013.

যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী রবিবার বলেছে তারা মূল্যায়ন করে দেখছে যে লিবিয়ায় বিমান হামলায় আল কায়দা সংশ্লিষ্ট চরমপন্থী নেতা মোখতার বেলমোখতার নিহত হয়েছে কিনা।

লিবিয়ার আন্তর্জাতিক ভাবে স্বীকৃত সরকার বলেছে দেশের পুর্বাঞ্চলে শনিবার ওই আক্রমণ হয়, এবং তাতে বেলমোখতার নিহত হয়।

রবিবার রাতে এক বিবৃতিতে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিভাগ বেলমোখতারের মৃত্যু সংবাদ নিশ্চিত করেনি। কিন্তু মুখপাত্র কর্নেল স্টিভ ওয়ারেন বলেন কর্মকর্তারা মনে করেন বিমান হামলা সফল হয়েছে।