লিবিয়ায় সংঘর্ষে বহু মানুষ নিহত হয়েছে

United States-Libya

রবিবার ও শনিবার সশস্ত্র ইসলামপন্থী উগ্রবাদীদের সঙ্গে লিবিয়ার সরকারি বাহিনীর সংঘর্ষে অন্তত ৩৮জন নিহত হয়। লিবিয়ার পুর্বাঞ্চলের বেনগাজি শহরে ওই সংঘর্ষ হয়।

মিশরের সরকারি বার্তা মাধ্যমেও বলা হয়, লিবিয়ার রাজধানী ট্রিপোলিতে ২৩জন মিশরীয় নিহত হয় যখন বিমানবন্দরের কাছে একটি বাড়িতে রকেট এসে পড়ে। সেখানে প্রতিদ্বন্দ্বী মিলিশিয়া গ্রুপের মধ্যে মারাত্মক লড়াইয়ের এটা তৃতীয় সপ্তাহ।

২০১১ সালের যুদ্ধের পর লিবিয়া সবচাইতে মারাত্মক লড়াই এর সম্মুখীন এখন। ২০১১ সালের যুদ্ধে মুয়াম্মার গাদ্দাফি ক্ষমতাচ্যুত হয়। ওই সময় যুক্তরাষ্ট্র, জাতিসঙ্ঘ, এবং তুরষ্ক তাদের কূটৈতিক কর্মীদের সরিয়ে ফেলে।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতরও সুপারিশ করেছে যে লিবিয়ায় আমেরিকান নাগরিকরা তাৎক্ষনিক লিবিয়া ত্যাগ করুক।