লেবানন সম্পর্কে বিশ্লেষকদের সতর্ক বার্তা

লেবাননে নতুন সরকার গঠনের আরেকটি প্রচেষ্টা ব্যর্থ হবার পর সেখানে নিরাপত্তা এবং অর্থনীতি বিষয়ক উত্তেজনা ক্রমশই বেড়ে চলেছে। ব্যবসা প্রতিষ্ঠানগুলো বন্ধ থাকায় সেখানে বেকারত্ব এবং ক্ষুধার্ত লোকের সংখ্যা বেড়েই চলেছে। লেবাননের ব্যাংকগুলো তাদের ৭০ শতাংশ সম্পদকে অভাবগ্রস্ত কেন্দ্রীয় ব্যাংককে দিয়ে দেয়ার পর এখন অনেক সঞ্চয়কারীকে ব্যাংক তাদের নিজেদের সঞ্চয়ের নাগাল পেতে দিচ্ছে না। বিশ্লেষকরা বলছেন, সরকারের কোন বাজেট না থাকায় স্বল্প মূল্যে গম, জ্বালানি তেল এবং ওষুধ পাবার মতো নগদ অর্থেরও অভাব ঘটতে পারে শিগগিরই। রাজনৈতিক পর্যবেক্ষকরা সতর্ক করে দিচ্ছেন যে, লেবানন যুদ্ধোত্তর ইতিহাসে সব চেয়ে খারাপ সময়ের মুখোমুখি হতে পারে।

গত মাত্র ১৮ মাসে লেবাননের মুদ্রামান নব্বই শতাংশ কমে যাওয়া আরও অনেক লেবাননবাসী দারিদ্রের সম্মুখীন হচ্ছে। অর্থনীতিবিদ তৌফিক গ্যাসপার্ড বলেন, স্থানীয় গোষ্ঠি হেজবল্লাহর মাধ্যমে লেবাননে ইরানের দখল মোকাবিলা না করা পর্যন্ত সে দেশে অর্থনৈতিক ও আর্থিক কোন সমাধান নেই। লেবাননের মূল সমস্যা রাজনৈতিক।