Talk2US:২৯ তম পর্ব

আনিস : ইংরেজি শেখার এই সাপ্তাহিক আয়োজন Talk2US ‘এ আপনাদের সবাইকে শুভেচ্ছা স্বাগতম , আর আমার সঙ্গে রয়েছে শতরূপা বড়ুয়া:
শতরূপা: শুভেচ্ছা , স্বাগতম আমার তরফ থেকেও ।
আনিস : গত সপ্তায় আমরা আলোচনা করেছিলাম prefix যোগ করে ,বিপরীত অর্থে Adjective তৈরি করার বিষয়টি । মনে আছে নিশ্চয়ই
শতরূপা : হ্যাঁ ,যেমন, capable-incapable; active-inactive; efficient, inefficient ; mature-immature, responsible –irresponsible ইত্যাদি।
আনিস : হ্যঁ, এ রকম আরও prefix আছে , যেমন un . এই un prefix যোগ করে বিপরীত কিছু শব্দ তৈরি করোতো। যেমন ধরো friendly
শতরূপা : unfriendly
আনিস : এবার এ দুটি শব্দ দিয়ে একটা বাক্য তৈরি করা যেতে পারে। ।
শতরূপা : He seems to be friendly with all of us but his brother is very unfriendly.
আনিস : বাঃ খুব উপযুক্ত বাক্য বলেছো। এবারের শব্দ Popular
শতরূপা : Unpopular
আনিস : Healthy
শতরূপা : Unhealthy
আনিস : আসলে এ রকম প্রচুর উদাহরণ আছে যেখানে prefix যোগ করে শব্দের অর্থ পাল্টানো যায় ।
শতরূপা : তা হলে আজকে আমরা কি শিখবো ?
আনিস : আজ আমরা শিখবো Suffix দিয়ে adjective তৈরি করা। যেমন ধরো, Care এই Noun এর সঙ্গে যদি ful Suffix যোগ করো , তা হলেই careful এই adjective তৈরি হচ্ছে। তবে কি জানো ?
শতরূপা: কি ?
আনিস : এই careful লেখার ব্যাপারে careful হতে হবে । কারণ অনেকেই careful বানান করার সময়ে full লিখে ফেলেন । কিন্তু Suffix হিসেবে ful বানান হচ্ছে F-U-L.
শতরূপা : হ্যাঁ এই confusion অনেকেরই থাকে। তবে এখন ব্যাপারটা একদম পরিস্কার হলো। আরেকটা ব্যাপার এখানে জানবার ছিল। আপনি বলেছেন care হচ্ছে Noun কিন্তু আমরা জানতাম care হচ্ছে আসলে verb. এই ব্যাপারটা একটু বুঝিয়ে বলবেন কি ?
আনিস : খুব ভালো প্রশ্ন করেছো শতরূপা । আসলে care , Noun এবং verb. দুটোই । এটাতো নিশ্চয়ই জানো যে একটি word , কোন Part of Speech হবে সেটা নির্ভর করছে বাক্যে তার অবস্থান ও ভূমিকার উপর।
শতরূপা : যেমন ?
আনিস : যেমন এই care শব্দটির কথাই ধরি না কেন , Noun হিসেবে বাক্যটা এ রকম :
The doctor took a special care of his patients. আবার verb হিসেবে ব্যবহারটা এ রকম :
He really cares for his grades in the university.
শতরূপা : তার মানে একই শব্দ বাক্যে তার ভূমিকার উপর নির্ভর করে একাধিক Parts of Speech এর অন্তর্ভূক্ত হতে পারে।
আনিস : ঠিক তাই। তবে এখন আরও কয়েকটি শব্দে suffix যুক্ত করে adjective তৈরি করার পালা। প্রথম শব্দ , Cheer
শতরূপা: Cheerful
আনিস : এবার এই Cheerful মানে হাসিখুশি বা আনন্দিত এই শব্দটি দিয়ে একটা sentence তৈরি করো।
শতরূপা : My friend looks cheerful today because his favorite team has won the soccer match today.
আনিস : বাহ, বেশ যুৎসই বাক্য । এবারের শব্দ harm
শতরূপা : Harmful, মানে ক্ষতিকর বা ক্ষতিকারক।
আনিস : আর পুরো বাক্য কি হবে এই Harmful, শব্দটি দিয়ে ?
শতরূপা: Smoking is harmful .
আনিস : ঠিক বলেছো । এখনকার শব্দ success. Adjective এবং Sentence দুটোই তৈরি করো।
শতরূপা : Successful .
He is successful in his driving test.
আনিস : চমৎকার বাক্য। এর পরের word, Tact

শতরূপা : Most politicians are very tactful in their comments.
আনিস : একদম ঠিক বলেছো। আরেকটা কথা বলি শুধু ful suffix নয় , অন্য ধরণের suffix ও ব্যবহার করা যায়।
শতরূপা : যেমন ?
আনিস : যেমন আরেকটি suffix হচ্ছে less . ঐ যে একটু আগে আমরা careful শব্দটা use করলাম , তার উল্টোটা তা হলে কি ?
শতরূপা : careless.
আনিস : তা হলে careless দিয়ে একটা sentence শোনা যাক
শতরূপা : Careless driving often cause accidents.
আনিস : খুবই যুৎসই বাক্য। এবার আরেকটি শব্দ Harmless
শতরূপা: This medicine is harmless .
আনিস : tactless
শতরূপা: His tactless behavior was annoying.
আনিস : একটা মজার কথা হচ্ছে এই যে annoying শব্দটা তুমি ব্যবহার করলে , এটা ও কিন্তু adjective . তবে সে সব নিয়ে কথা আগামি অনুষ্ঠানে । এবার এই সঙ্কলন থেকে ওঠার পালা।
শতরূপা: তার আগে জানিয়ে রাখি যে Talk2US এর ভিডিও সংস্করণও আপনারা দেখতে পাবেন আমাদের ওয়েব সাইটে । আমাদের ওয়েব সাইট ঠিকানা হচ্ছে www.voabangla.com
আনিস: তা হলে Talk2US ‘এর এই সঙ্কলন থেকে ওঠার আগে
শতরূপা : আমি , শতরূপা বড়ুয়া
আনিস : আর আনিস আহমেদ আপনাদের জন্যে রেখে যাচ্ছি অনেক অনেক শুভকামনা।

Your browser doesn’t support HTML5

শুনুন ইংরেজি শেখার অনুষ্ঠান