Talk 2 US: ২৮ তম পর্ব

ইংরেজি ভাষা শেখার এই অনুষ্ঠানে আমরা প্রাথমিক পর্যায়ের ভাষা শিক্ষার দিকে আলোকপাত করছি যেখানে মূলত Parts of Speech ‘এর কিছু বৈশিষ্ট তুলে ধরা হচ্ছে । এই অনুষ্ঠানে বিশেষণ বা adjective এর প্রকার ভেদের উপর আলোকপাত করা হয়েছে ।

আনিস : ইংরেজি শেখার এই সাপ্তাহিক আয়োজন Talk2US ‘এ আপনাদের সবাইকে শুভেচ্ছা স্বাগতম , আর আমার সঙ্গে রয়েছে শতরূপা বড়ুয়া:
শতরূপা: শুভেচ্ছা , স্বাগতম আমার তরফ থেকেও ।
আনিস : গত সপ্তায় আমরা বিপরীত ধরণের adjective নিয়ে কথা বলেছিলাম ।
শতরূপা : হ্যাঁ যেমন Good, Bad, Fast, Slow , Big বা Large, Small বা Little .
আনিস : আজকে বিপরীত adjective ব্যবহারের আরেকটা নিয়ম সম্পর্কে আমরা কথা বলবো।
শতরূপা : যেমন ?
আনিস : যেমন একটি adjective থেকে বিপরীত একটি adjective তৈরি করতে হলে অনেক সময়ে মূল adjective ‘এর সঙ্গে Prefix ব্যবহার করা হয়।
শতরূপা : এই Prefix ব্যবহার এর বিষয়টি একটু বুঝিয়ে বলবেন কি ?
আনিস: এই Prefix কে বাংলায় উপসর্গ বলা হয় ।
শতরূপা : তার মানে কোন শব্দের আগে এক বা একাধিক অক্ষর যোগ করা।
আনিস : একদম ঠিক বলেছো। যেমন লক্ষ্য করো active শব্দটি ; এর বিপরীত শব্দটি কি হবে ?
শতরূপা : Inactive
আনিস : তা হলেই বুঝতে পারছো যে active শব্দের আগে In Prefix যোগ করে সেটিকে Negative করা হলো, অর্থাৎ active ‘এর বিপরীত শব্দ তৈরি করা হলো । এবার আমি এ রকম কয়েকটি adjective বলছি , তুমি এর বিপরীত adjective তুলে ধরো। প্রথমটি হলো্ capable
শতরূপা : incapable
আনিস : এবার বাক্য তৈরি করোতো ,capable শব্দটি দিয়ে।
শতরূপা : He is capable of participating in this seminar.
আনিস : লক্ষ্য করার বিষয় যে capable শব্দটির মানে হচ্ছে সক্ষম বা যোগ্য । এবারের শব্দটি efficient
শতরূপা : এর উল্টোটা হচ্ছে inefficient
আনিস : এবার তা হলে inefficient শব্দটি দিয়ে একটি বাক্য রচনা করো ।
শতরূপা : She is totally inefficient for this job.
আনিস : হ্যাঁ , খুব যুৎসই বাক্য হয়েছে। এবার শতরূপা , তুমি নিজেই এ রকম কয়েকজোড়া adjective বলোতো দেখি
শতরূপা : যেমন sincere-insincere; secure-insecure , competent -incompetent .
আনিস : বাঃ । চমৎকার হয়েছে। কিন্তু এই in Prefix শুধু নয় , অন্যান্য আরও কিছু Prefix দিয়ে adjective কে modify করা হয় , এর বিপরীত শব্দটি গঠন করা হয়। এবার i.m মানে im Prefix দিয়ে কয়েকটি adjective এর Negative form তৈরি করোতো । প্রথম শব্দটি polite .
শতরূপা : impolite
আনিস : এবার একটা বাক্য তৈরি করো
শতরূপা : Her younger brother is very polite but the elder one is impolite
আনিস : একদম ঠিক বাক্য হয়েছে। Proper
শতরূপা : Improper
আনিস : তা হলে আরেকটা sentence শোনা যাক
শতরূপা : One should know a proper way of doing things .
আনিস : আর Improper দিয়ে একটা বাক্য তৈরি করোতো
শতরূপা : He was criticized for his improper behavior.
আনিস : এবার আরও কয়েকটি adjective বলছি , সেগুলোর বিপরীত শব্দ বলো। প্রথম শব্দ mature
শতরূপা : Immature
আনিস : Patient
শতরূপা : Impatient
আনিস : আরও কয়েক ধরণের Prefix রয়েছে যেমন ir . আচ্ছা শতরূপা ir দিয়ে একটা adjective বলোতো ।
শতরূপা : Irresponsible ?
আনিস : হ্যাঁ একদম ঠিক বলেছো। এর মানে হচ্ছে, দায়িত্বজ্ঞানহীন। আর তা হলে মূল adjective টা কি হবে ?
শতরূপা : মূল adjective টা হবে responsible .
আনিস : এই responsible এবং irresponsible খুবই একটা বহুল ব্যবহৃত adjective. তা হলে এ দুটি শব্দ ব্যবহার করে একটা বাক্য রচনা করোতো ।
শতরূপা: He is a very responsible person but his brother is irresponsible .
আনিস : তোমার বাক্যটি একদম শুদ্ধ হয়েছে। কিন্তু একটা জিনিষ লক্ষ্য করেছো শতরূপা ? তোমার ঐ sentence ‘এর প্রথম অংশে তুমি very responsible person বলেছো , যেটা person কে qualify করেছে , কিন্তু পরের অংশে brother is irresponsible , যেখানে qualified noun টা adjective এর পরে বসেনি। তা সত্বেও কিন্তু বাক্যটা একদম ঠিক হয়েছে। কেন বলোতো ?
শতরূপা : সেটা বুঝতে পারছি না।
আনিস : আসলে আমরা এর আগে ও একদিন বলেছিলাম যে adjective অনেক সময়ে sentence ‘এর শেষে ও বসতে পারে।
শতরূপা : ও হ্যাঁ তাইতো । এখন মনে পড়েছে adjective সম্পর্কে প্রথম দিককার আলোচনায় আপনি বলেছিলেন The food is good এ ধরণের expression ও শুদ্ধ ।
আনিস : হ্যাঁ শতরূপা । একদম ঠিক বলেছো। আর সে জন্যেই his brother is irresponsible বাক্যটি ঠিক তবে Adjective ‘এর বিভিন্ন রকম ব্যবহার নিয়ে আমরা আরও বেশ কিছু কথা বলবো আমাদের আগামি অনুষ্ঠানে।
শতরূপা: তার আগে শ্রোতাদের জানিয়ে রাখি যে Talk2US এর ভিডিও সংস্করণও আপনারা দেখতে পাবেন আমাদের ওয়েব সাইটে । আমাদের ওয়েব সাইট ঠিকানা হচ্ছে www.voabangla.com
আনিস: তা হলে Talk2US ‘এর এই সঙ্কলন থেকে ওঠার আগে
শতরূপা : আমি , শতরূপা বড়ুয়া
আনিস : এবং আনিস আহমেদ আপনাদের জন্যে রেখে যাচ্ছি অনেক অনেক শুভকামনা।

Your browser doesn’t support HTML5

শুনুন ইংরেজি শেখার অনুষ্ঠঅন