যুক্তরাষ্ট্রগামী বিমানে ইত্তেহাদ তার্কিশ এমিরাত এয়ারলাইন্সের যাত্রীরা ল্যাপটপ নিতে পারবে

যুক্তরাষ্ট্রগামী বিমানে ল্যাপটপ বহনের নিষেধাজ্ঞা থেকে বাদ রাখা হচ্ছে তার্কিশ ও আমিরাত এয়ারলাইন্সকে। বুধবার ওই দুই এয়ারলাইন্স কর্তৃপক্ষ জানায় ফ্লাইট নিরাপত্তা ব্যাবস্থার এই নতুন নিয়ম তারা মানতে শুরু করেছেন।

এর আগে আবুধাবী ভিত্তিক ইত্তেহাদ এয়ারলাইন্সের বেলাতেও এই নতুন নিরাপত্তা নীতিমালা কার্যকর করা হয়। যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যের এবং উত্তর আফ্রিকার এয়ারপোর্ট থেকে যুক্তরাষ্ট্রগামী ১০টি এয়ারলাইন্সের যাত্রীদের জন্য বিমানে বড় ধরণের ইলেক্ট্রনিক ডিভাইস বহনে নিষেধাজ্ঞা আরোপ করেছিল।