উত্তর কোরিয়ার দক্ষিণের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা



উত্তর কোরিয়া বলছে তারা দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। তারা হুশিয়ার করেছে যে সোল এবং ওয়াশিংটনের যে কোন ধরনের উষ্কানি মূলক আচরণ পারমানবিক যুদ্ধের দিকে এগিয়ে যাবে।

উত্তর কোরিয়ার সরকারী সংবাদ মাধ্যম কেসিএনএতে প্রকাশিত এক বিবৃতি তা বলা হয়েছে, পিয়ংইয়াং জানিয়েছে যে দুই কোরিয়ার মধ্যকার সব ধরনের ইস্যু এখন যুদ্ধকালীন সময়ের নিয়ম বিধি মেনেই করা হবে।


দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় প্রতিবেশী উত্তরকোরিয়াকে হুমকী বন্ধকরার অনুরোধ জানিয়েছে। তবে মন্ত্রণালয় থেকে আরো বলা হয়েছে, উত্তর যদি উষ্কানি মূলক আচরন বন্ধ না করে তবে দক্ষিণের সেনারা তাদের চরম দন্ডের ব্যাবস্থা করবে।

ওয়াইট হাউজ বলছে, পিয়ংইয়াংএর দেওয়া সম্প্রতিকতম বিবৃতীটি তারা গুরুত্ব দিচ্ছে।