উত্তর কোরিয়ায় আগে বন্ধ হয়ে গিয়েছিলো এরকমের প্লুটোনিয়াম চুল্লিতে কাজকর্ম আবার শুরু হচ্ছে

উত্তর কোরিয়া বলছে – আগে বন্ধ হয়ে গিয়েছিলো এরকমের একটি প্লুটোনিয়াম পারমানবিক চুল্লিতে কাজকর্ম আবার শুরু করা হচ্ছে । এবং এতে আরো বেশি করে য়ুরেনিয়াম পরিশীলনের কাজ চলবে বলেও তারা ইঙ্গিত দিয়েছে এবং এতে করে কোরিয় উপদ্বীপের উত্তেজনা পরিস্থিতি আরো তিক্ষ্ণ আকার ধারণ করলো । উত্তর কোরিয়ার নেতা কিম জং উন যে বলেছেন পারমানবিক অস্ত্র উত্পাদন দেশের শীর্ষ অগ্রাধিকারের অন্যতম , এতে সেই তারই প্রতিধ্বনী মিলছে এখন ।
কোরিয়ার সরকারী কেন্দ্রীয় বার্তা সংস্থা KCNA তাদের পরিবেশিত খবরে বলছে ইয়ংবিয়ন চত্বরের ঐ কারখানাটিতে সংযোজন-সমন্বয় সাধনের মধ্যে দিয়ে সবকিছু আবার নতুন করে চালু করা হচ্ছে । এর লক্ষ হ’লো আরো অস্ত্র উত্পাদন – দেশের বিদ্যুত ঘাটতির সুরাহা করা , এ দুটোই । অর্থনৈতিক সাহায্য-সহায়তার বিনিময়ে এ চুল্লির কাজ বন্ধ করা হয়েছিলো ২ হাজার সাত সালে ।
জাতিসংঘ মহাসচীব বান কি মূন বলেছেন – আন্তর্জাতিক সম্প্রদায়ের পানে উত্তর কোরিয়া সাংঘর্ষিক পথ ধরে এগুচ্ছে এবং বর্তমান এ পরিস্থিতিকে তিনি অত্যন্ত বাড়াবাড়ি বলে উল্লেখ করেছেন ।