৩৩০ বছর আগে এক ইংরেজ নদীপথে এসে পা রেখেছিলেন কলকাতার মাটিতে

ঊষা উত্থুপ তাঁর জনপ্রিয় এই গানে যে শহরের প্রতি ভালোবাসা জানিয়েছেন, শোনা যায় আজকে নাকি সেই কলকাতার জন্মদিন। ৩৩০ বছর আগে জোব চার্নক নামে এক ইংরেজ নদীপথে এসে পা রেখেছিলেন কলকাতার মাটিতে। তখন কলকাতা বলতে ছিল তিনটে অজগ্রাম-কলকাতা, সুতানুটি আর গোবিন্দপুর। এই তিন গ্রাম নিয়েই নাকি কলকাতার পত্তন। সেই ভাবনা থেকেই আমরা কলকাতাবাসীরা ধুমধাম করে কলকাতার জন্মদিন পালন করে এসেছি। আর চার্নক সাহেবকেই কলকাতায় প্রতিষ্ঠাতা হিসেবে মেনে এসেছি। কিন্তু কলকাতা হাইকোর্টের বিচারে এই শহর কোনও একজনের সৃষ্টি নয়, কেউ একজন এর প্রতিষ্ঠাতা হতে পারেন না। সুতরাং কলকাতার কোনও জন্মদিন থাকতে পারে না। তবে কলকাতাপ্রেমীরা তাতে বিরত হননি। তাঁরা নিজের নিজের মতো করে আজকের দিনটাকে পালন করেন। এমনই একজন কলকাতার নামী সংগীতশিল্পী অনিন্দ্য বন্দ্যোপাধ্যায়।

সরোদ শিল্পী অনিন্দ্য বন্দ্যোপাধ্যায় যা বললেন কলকাতার অনেক মানুষই সেই একই কথা বিশ্বাস করেন। এই দিনে ছবিতে গানে কবিতায় কলকাতাময় হয়ে থাকে তাঁদের জীবন। বেশ কিছু বছর আগে মহীনের ঘোড়াগুলি নামে প্রথম বাংলা ব্যান্ডটির প্রতিষ্ঠাতা গৌতম চট্টোপাধ্যায় কলকাতাকে স্মরণ করে গিয়েছেন গানে।

Your browser doesn’t support HTML5

৩৩০ বছর আগে এক ইংরেজ নদীপথে এসে পা রেখেছিলেন কলকাতার মাটিতে