উত্তর কোরিয়া জানিয়ে দিয়েছে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার কোন ইচ্ছা তাদের নেই I তবে দক্ষিণ কোরিয়া, নুতন একটি শীর্ষ বৈঠকের উদ্যোগ নিয়েছে I রাষ্ট্র পরিচালিত কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সী জানায়, উত্তর কোরিয়ার পররাষ্ট্র দপ্তরের কর্মকর্তা বলেছেন, আমরা নিশ্চিত করে আবারো বলছি যুক্তরাষ্ট্র দলের সঙ্গে মুখোমুখি হবার আমাদের কোন ইচ্ছা নাই I
যুক্তরাষ্ট্র পররাষ্ট্র দপ্তরের ডেপুটি সেক্রেটারি, স্টিভ বিগান,সউলে পিয়ং ইয়ং'র পরমাণু কার্যক্রম সম্পর্কিত আলোচনা শুরু করার আগে এই মন্তব্য করা হয় I
তবে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট, মুন যায় উন,যুক্তরাষ্ট্রের আগামী প্রেসিডেনশিয়াল নির্বাচনের আগে উত্তর কোরীয় নেতা, কিম ও প্রেসিডেন্ট ট্রাম্পের আরো একটি শীর্ষ বৈঠকের প্রস্তাব করেছেন I