যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরি বলছেন, কিউবার সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে যুক্তরাষ্ট্র একটি পরিবর্তনের নীতি গ্রহণ করেছে। ওদিকে শনিবার প্রেসিডেণ্ট ওবামা, কিউবার প্রেসিডেণ্ট রাউল ক্যাস্ট্রর সঙ্গে আঞ্চলিক সম্মেলনের সাইডলাইনে দেখা করেছেন।
রোববার, টেলিভিশনে প্রচারিত একটি সাক্ষাতকারে মিঃ কেরি বলেছেন, ১৯শ৫৯ সালে ফিদেল ক্যাস্ট্র ক্ষমতার দখল নিলে যুক্তরাষ্ট্র কিউবাকে কুটনৈতিকভাবে একঘরে করে দেয়া এবং দেশটির বিরুদ্ধে অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপের নীতি গ্রহণ করে।
তিনি আরও বলেন, এখন এই পরিবর্তন হবে ধীরে। প্রথমে কুটনৈতিক সম্পর্ক স্থাপন করা হবে, তারপর সবকিছু ধীরে ধীরে স্বাভাবিকে ফিরিয়ে আনা হবে।
প্রায় অর্ধশতকের বৈরীতার পর প্রথমবারের মত দুদেশের শীর্ষ নেতারা শনিবার দেখা করেন। প্রেসিডেণ্ট ওবামা বলেছেন, এই আলোচনায় সম্পর্কের মোড় ঘুরে যেতে পারে এবং বেশিরভাগ আমেরিকান ও কিউবান এই সম্পর্ক উন্নয়নের পক্ষে।