যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরী ফ্রান্সের ট্রাক হামলার ঘটনার নিন্দা জানিয়ে বিশ্বব্যাপী; বিশেষ করে সিরিয়ায় সন্ত্রাস নিরসনে কঠোর পদক্ষেপ নেয়ার আহবান জানিয়েছেন। শুক্রবার মস্কোয় রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সেরগেই ল্যাভ্রভের সঙ্গে বৈঠকে তিনি এ আহবান জানান।
সিরিয়ায় রাশিয়ার সন্ত্রাস বিরোধী অভিযানে সহায়তা বিষয়ক আলোচনায় ফ্রান্সের ভয়াবহ হামলার কথা তুলে ধরে জন কেরী বলেন যুক্তরাষ্ট্র ও রাশিয়া একযোগে কাজ করার জন্যে এখন উপযুক্ত অবস্থানে, কিছু একটা করা দরকার।
এর আগে জন কেরী রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সারিয়ার সংঘাত নিরসন বিষয়ে আলোচনা করেন।