কেনিয়ায় বিপণিবিতানে অস্ত্রধারীদের হামলায় ৫৯ জন নিহত

নাইরোবিতে একটি ব্যস্ত বিপণিবিতানে মারাত্মক অবরোধ অবসানে কেনিয়ার প্রচেষ্টায়, ইসরায়েলি উপদেষ্টারা যোগ দিয়েছেন। সেখানে বন্দুকধারীদের হামলায় অন্তত ৫৯ জন নিহত হয় আহত হয় অন্যান্য ১৭৫জন।

কর্মকর্তারা বলেছেন ওয়েস্টগেট বিপণিবিতানটিতে বন্দুকধারীদের আটক করার এবং অজানা সংখ্যক পণবন্দীদের উদ্ধার করার তৎপরতায় ইসরায়েলি উপদেষ্টারা সাহায্য করছেন।

স্বরাষ্ট্রমন্ত্রী জোসেফ ওলে লেঙকু বলেছেন বিপণিবিতানটিতে থেকে ১ হাজারের বেশি মানুষকে অপসারন করা হয়। তিনি বলেন পরিস্থিতি খুবই নাজুক।

তিনি বলেন কর্মকর্তারা মনে করেন ১০ থেকে ১৫ জন হামলাকারী ওই ঘটনায় সংশ্লিষ্ট। এবং তিনি এই অঙ্গীকার ব্যাক্ত করেছেন যে হামলাকারীরা পূর্ণ বিচারের সম্মুখীন হবে।

সোমালী সন্ত্রাসী গ্রুপ আল শাবাব আক্রমণের দায় স্বীকার করেছে। শনিবার ওই হামলা শুরু হয়। সন্ত্রাসী গ্রুপ থেকে বলা হয়েছে যে সোমালিয়ায় কেনিয়ার সামরিক হস্তক্ষেপের প্রতিশোধে তারা এই হামলা চালায়।