ভারতের কর্মকর্তারা জানিয়েছেন, ভারত নিয়ন্ত্রীত কাশ্মীরে জঙ্গীরা্ পরপর কয়েকটি আক্রমণ চালায়। ঐ হামলায় ১১জন নিরাপত্তা কর্মীসহ ২০ জন নিহত হয়েছে।
সেনাবাহিনীর কর্মকর্তারা জানিয়েছেন যে শুক্রবার উরী এলাকার একটি সামরিক শিবিরে সশস্ত্র জঙ্গীরা হামলা করে। দু-পক্ষের গুলি বিনিময়ের সময় ছয় জন জঙ্গী নিহত হয়।
একজন সেনা ঐ আক্রমণকে আত্মঘাতি হামলা বলে মন্তব্য করে বলেন, সামরিক বাহিনীর বিশ্বাস যে জঙ্গীরা সেনা শিবিরের ভেতরেই ছিল। হামলার দায়িত্ব এখন পর্যন্ত কেউ স্বীকার করেনী।
যে নিয়ন্ত্রণ রেখা ভারত ও পকিস্তানের কাশ্মীর অঞ্চলকে বিভক্ত করেছে তারই কাছে ঐ সেনা শিবিরটি অবস্থিত।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সোমবার কাশ্মীর সফরের কথা রয়েছে।
ক্ষমতাসীন বিজেপি দল জম্মু কাশ্মীরে সংখ্যা গরিষ্টতা অর্জনের ব্যাপক চেষ্টা চালাচ্ছে।
একই বিষয় নিয়ে আমাদের কলকাতা সংবাদদাতা পরমাশীষ ঘোষ রায়ের বিস্তারিত রিপোর্টি শুনতে অডিওতে চাপ দিন।
Your browser doesn’t support HTML5